৫০নং সেওড়াতলী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়টি ১৯৪০ সনে বৈজ্ঞানিক ডঃ মেঘনাদ সাহা প্রতিষ্ঠা করেন তার নিজ গ্রাম সেওড়াতলীতে। পরবর্তীতে স্থানীয় জনগণের অনুপ্রেরনায় ইহা বলিয়াদীতে স্থানান্তরীত করা হয়। কালিয়াকৈর উপজেলা হইতে প্রায় ০৫ কিলোমিটার দুরে বিদ্যালয়টি অবস্থিত। ৫নং শ্রীফলতলী ইউনিয়নের বলিয়াদী গ্রামে অবস্থিত।
১। জনাব মোঃ আব্দুস সামাদ, সভাপতি এসএমসি। ২। জনাব মোঃ আব্দুল হালিম, সহ সভাপতি এসএমসি। ৩। জনাব মোঃ রাধা বল্লভ সাহা, বিদ্যোৎসাহী সদস্য, এসএমসি। ৪। জনাব শিলা চক্রবর্তী, বিদ্যোৎসাহী সদস্য (মহিলা), এসএমসি। ৫। জনাব বিকাশ চন্দ্র গোপ, শিক্ষক প্রতিনিধি, সদস্য এসএমসি। ৬। জনাব রেবতী সাহা উঃ বিঃ শিক্ষক প্রতিনিধি, সদস্য এসএমসি। ৭। জনাব নাছিমা বেগম, সদস্য এসএমসি। ৮। জনাব রেভা সাহা, সদস্য এসএমসি। ৯। জনাব মোঃ আনারুজ্জমান , ইউপি সদস্য এসএমসি। ১০। জনাব দিপ্তী সাহা সদস্য সচিব, এসএমসি |
১। ২০০৮ সালে পাশের হার ১০০%
২। ২০০৯ সালে পাশের হার ১০০%
৩। ২০১০ সালে পাশের হার ১০০%
৪। ২০১১ সালে পাশের হার ১০০%
৫। ২০১২ সালে পাশের হার ১০০%
১ম শ্রেণি ২৫ জন, ২য় শ্রেণি, ১৪জন, ৩য় শ্রেণি ১৮ জন ৪র্থ শ্রেণি-৩৩ জন ৫ম শ্রেীণ-২৭।
এমপি মহোদয়ের প্রাপ্ত পুরষ্কার সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র গোপ। সমাপনী পরীক্ষায় ১০০% পাশ। বিগত ৫ বৎসরে ২টি ট্যালেনটপুল। ১ জন ছাত্রী বিভাগীয় পর্যায়ে সঙ্গীতে পুরস্কার প্রাপ্ত।
অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু করা এবং একটি আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
সুগম |
১৫ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস