বিদ্যালয়টি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী গ্রামে তুরাগ নদীর উত্তর তীরে অবস্থিত। উপজেলা হইতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। মরহুম অনু সরকার, মরহুম হাজী নেহাল উদ্দিন, মরহুম কদম সরকার, মরহুম সহবত আলী বেপারী, মরহুম বাহার উদ্দিন ও এলাকর গণ্য মান্য ব্যক্তিগণ বিদ্যালয়টি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত করেন। যেখানে বিদ্যালয় ঘরটি প্রতিষ্ঠিত হয় সেখানে বর্তমানে নদী গর্ভে বিলীন হওয়ায় পরবর্তীতে আলা উদ্দিন, হেলাল উদ্দিন, আবু তালেব সরকার, আমিন উদ্দিন মুন্সী ৩৩ শতাংশ জমি দান করেন এবং বিদ্যালয়টি সেখানে ১৯৭০ সনে স্থানান্তর করা হয়। ১৯৭৩ সনে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। |
|
১।২০০৮ সালে পাশের হার ১০০%
২। ২০০৯ সালে পাশের হার ১০০%
৩। ২০১০ সালে পাশের হার ১০০%
৪। ২০১১ সালে পাশের হার ১০০%
৫। ২০১২ সালে পাশের হার ১০০%
বৃত্তি পায় নাই ।
সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০% ।
সমাপনী পরীক্ষায় ১০০% জিপিএ-৫, পড়ালেখার মান আরও উন্নয়ন করা। ভবিষ্যতে সর্বোকৃষ্ট মানের একটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
gabtalips509kalia@gmail.com
শতকরা প্রায় দশ জন মেধাবী ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস