বিদ্যালয়টি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের শ্রীফলতলী গ্রামের পশ্চিম অংশে অবস্থিত। বিদ্যালয়টির পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বংশী নদী।
মরহুম আব্দুল হাকিম সাহেবের দান কৃত ৪২ শতাংশ জমির উপর বিদ্যালয়টি গড়ে ওঠে। এলাকার মরহুম আঃ হামিদ, মরহুম খয়ের উদ্দিন ভাঁড়ারী, মরহুম আব্দুল হাকিম মুন্সি, মরহুম মিনহাজ উদ্দিন ও অন্যান্য গণ্যম্যান ব্যক্তি বর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়।
১। জনাব মির্জা শাহনেওয়াজ আক্তার, সভাপতি এসএমসি
২। জনাব হেলেনা বেগম, সহ-সভাপতি এসএমসি
৩। জনাব মোঃ আলী হোসেন, দাতা সদস্য এসএমসি
৪। জনাব মোঃ রফিকুল ইসলাম, সদস্য এসএমসি
৫। জনাব মোঃ সাইদুর রহমান, সদস্য এসএমসি
৬। জনাব মোঃ উজ্জ্বল হোসেন, সদস্য এসএমসি
৭। জনাব নিলুফা বেগম, সদস্য এসএমসি
৮। জনাব মোঃ মঈন উদ্দিন, সদস্য এসএমসি
৯। জনাব উত্তম চন্দ্র সরকার, এসএমসি
১০। জনাব শাহিদা বেগম, সদস্য এসএমসি
১১। জনাব আঞ্জুয়ারা আক্তার, সদস্য এসএমসি
১২। জনাব নিখিল চন্দ্র সরকার, সদস্য সচিব।
১। ২০০৮ সালে পাশের হার ৯৮%
২। ২০০৯ সালে পাশের হার ৯৭%
৩। ২০১০ সালে পাশের হার ১০০%
৪। ২০১১ সালে পাশের হার ১০০%
৫। ২০১২ সালে পাশের হার ১০০%
১। ২০০৮ সালে ট্যালেন্টপুল ১ সাধারণ ৫ জন
২। ২০০৯ সালে ট্যালেন্টপুল ০ সাধারণ ১ জন
৩। ২০১০ সালে ট্যালেন্টপুল ১ সাধারণ ৪ জন
৪। ২০১১ সালে ট্যালেন্টপুল ০ সাধারণ ২ জন
৫। ২০১২ সালে ট্যালেন্টপুল ০ সাধারণ ১ জন
২০০৪ সাল থেকে প্রতি বছর বৃত্তি প্রাপ্তি, ২০০৮ সালে জেলা পর্যায়ে ছড়া গানে শ্রেষ্ঠত্ব অর্জন। ২০১০ও ২০১১ বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন চ্যাম্পিয়ন। ২০১১ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
সমাপনী পরীক্ষায় ৯০% জিপিএ-৫, পড়ালেখার মান আরও উন্নয়ন করা। ভবিষ্যতে উৎকৃষ্ট মানের একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
sreefalps511kalia@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস